দান - উইল - অছিয়ত এর নিয়ম । দান - উইল - অছিয়ত কিভাবে করতে হয় ।

দান - উইল - অছিয়ত এর নিয়ম । দান - উইল - অছিয়ত কিভাবে করতে হয় ।

দান - উইল - অছিয়ত এর নিয়ম ।  দান - উইল - অছিয়ত কিভাবে করতে হয় । হিন্দু আইনে উইল । মুসলিম আইনে উইল ।  উইল লেখার নিয়ম । অছিয়ত করার নিয়ম । রেজিস্ট্রি ছাড়া অছিয়তনামা দলিল । উইল দলিল নমুনা ।
দান - উইল - অছিয়ত এর নিয়ম

 

দান - উইল - অছিয়ত এর নিয়ম ।  দান - উইল - অছিয়ত কিভাবে করতে হয় । হিন্দু আইনে উইল । মুসলিম আইনে উইল ।  উইল লেখার নিয়ম । অছিয়ত করার নিয়ম । রেজিস্ট্রি ছাড়া অছিয়তনামা দলিল । উইল দলিল নমুনা ।

 

আইন মোতাবেক দানপত্র আর উইল কি?

দান-১৮৮২ সাল এর সম্পত্তি হস্তান্তর আইন মোতাবেক কোনো স্থাবর অথবা অ-স্থাবর সম্পত্তি স্বেচ্ছায় কোনো মূল্য অথবা বিনিময় ব্যতিরেকে অন্যকে দেওয়াকে দান বলা হয় দান এর জন্য গ্রহীতার সম্মতির প্রয়োজন হয় স্থাবর সম্পত্তি দান করিতে হইলে কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতিতে রেজিস্টার্ড দলিল এর মাধ্যমে করিতে হইবে অ-স্থাবর সম্পত্তি রেজিস্টার্ড দলিল অথবা দখল হস্তান্তর এর মাধ্যমে সম্পন্ন করা যায়

উইল-উইল ইংরেজি শব্দ, যাহার অর্থ ভবিষ্যৎ ইচ্ছা, মৃত্যুর আগে কোনো ব্যক্তি তাঁর সম্পত্তির যে বিলি ব্যবস্থা করিয়া যান, আইনের ভাষায় তাহা উইল, উইলকে ভবিষ্যৎ দান বলা যাইতে পারে, যা দাতার মৃত্যু এর পরেই কার্যকর করা হয়।

উইল প্রবেট-উইল বা অছিয়ত এর মাধ্যমে হিন্দু সম্প্রদায় এর কোন ব্যক্তি তার জীবদ্দশায় কোন ব্যক্তি অথবা প্রতিষ্টান এর নামে তার সম্পওি উাইল করে গেলে উইলটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট এক্তিয়াধিন দেওয়ানি আদালত এর অনুমোদন লাগিবে এরুপ অনুমোদন নেয়াকেই বলে উইল প্রবেট, প্রবেট মুসলিম উইলে আবশ্যকীয় নয়, প্রবেট এর জন্য আদালতে আবেদন করা হইলে অপরাপর ওয়ারিশদের মতামত জানিবার জন্য আদালত হতে নোটিশ দেয়া হয়, সময় ওয়ারিশগণ উইলের বিরুদ্ধে অ-সম্মতি জানািতে পারেন। এছাড়া আদালত কালেক্টরের নিকট সম্পওির কোর্ট ফি সঠিক আছে কিনা, সম্পওি সরকারের কিনা, সম্পওিটি উইলদাতার কিনা এতে আর কারো স্বর্থ আছে কিনা ইত্যাদি বিষয় জানিতে চেয়ে থাকেন

মুসলিম আইন অনুযায়ী উইলের নিয়ম?

মুসলিম আইন মোতাবেক উইলকে অছিয়ত বলা হয়, সুস্থ এবং প্রাপ্তবয়স্ক কোনো মুসলিম তাহার অনাত্মীয়কে অর্থাৎ যিনি তাহার সম্পত্তির উত্তরাধিকার হইবেন না, তাহাকে তার সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত অছিয়ত করিতে পারিবেন কোনো ব্যক্তির মুত্যুর পর তাঁর সম্পত্তির ওপর বেশ কয়েকটি দায় থাকে, ওই ব্যক্তির দাফন কাফনের ব্যয়, সাকসেশন সার্টিফিকেট অথবা এই সম্পর্কিত আইনের ব্যয়, মুত্যুশয্যাকালীন ব্যয়, মৃত্যুর ৩(তিন) মাস আগ পর্যন্ত সেবার ব্যয় এবং সকল ঋণ তাহার সম্পত্তি থেকে মেটাতে হইবে, এরপর যে সম্পত্তি থাকবে, তার এক-তৃতীয়াংশ পর্যন্ত অছিয়ত করা যায়। অছয়ত মৌখিক অথবা লিখিত করা যাইতে পারে এক-তৃতীয়াংশ এর বেশি এবং উত্তরাধিকারীকে অছিয়ত করা হইলে তাহার জন্য ওয়ারিশ এর সম্মতি প্রয়োজন হইবে, দান আর উইল এক বিষয় নয় অনেকে মুসলিম আইনে দানকে উইলের সঙ্গে মিলিয়ে ফেলেন। মনে রাখা দরকার, উইল দাতার জীবিতাবস্থায় কার্যকর করা যায় না। একমাত্র উইল ঘোষণাকারীর মৃত্যুর পরেই উইল কার্যকর হয়, কিন্তু দানের ক্ষেত্রে দাতার জীবিতাবস্থায় কার্যকর হয়, তবে দান এর ক্ষেত্রে জীবিতাবস্থায় সম্পত্তি হস্তান্তর করিয়া দিতে হইবে
 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়া রাখিতে হইবে যে, মুসলিম আইনে উইলের ক্ষেত্রে উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি কার্যকর হইবে না, কিন্তু হেবা অথবা দান পুরো সম্পত্তিই করা যাইবে

Post a Comment

0 Comments