মূল্য সংযোজন কর - ভ্যাট - e-BIN অনলাইনে নিবন্ধন পদ্ধতি । অনলাইনে ভ্যাট রেজিষ্ট্রেশন ।

মূল্য সংযোজন কর - ভ্যাট - e-BIN অনলাইনে নিবন্ধন পদ্ধতি । অনলাইনে ভ্যাট রেজিষ্ট্রেশন ।

মূল্য সংযোজন কর - ভ্যাট - e-BIN অনলাইনে নিবন্ধন পদ্ধতি । অনলাইনে ভ্যাট রেজিষ্ট্রেশন । ভ্যাট নিবন্ধন । মূল্য সংযোজন কর কি । মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ । ভ্যাট ফরম মূল্য সংযোজন কর ।
মূল্য সংযোজন কর - ভ্যাট - e-BIN অনলাইনে নিবন্ধন পদ্ধতি


মূল্য সংযোজন কর - ভ্যাট - e-BIN অনলাইনে নিবন্ধন পদ্ধতি । অনলাইনে ভ্যাট রেজিষ্ট্রেশন । ভ্যাট নিবন্ধন । মূল্য সংযোজন কর কি । মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ । ভ্যাট ফরম মূল্য সংযোজন কর ।


কোন ধরনের ব্যাবসার জন্য ভ্যাট নিবন্ধন প্রয়োজন?

যে সকল ব্যবসায় বাৎসরিক আর্থিক লেনদেন ৩০(ত্রিশ) লক্ষ টাকার বেশি তাহাদের জন্য ভ্যাট নিবন্ধন প্রয়োজন। বছরে ৩০(ত্রিশ) লক্ষ টাকার কম লেনদেন হয় এমন প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট নিবন্ধন করিতে পারিবে না বা প্রয়োজন নেই।

নতুন ভ্যাট (মূল্য সংযোজন কর) আইনের আওতায় অনলাইনে ভ্যাট নিবন্ধন করার শর্ত হইতেছে যে, কোন প্রতিষ্ঠানে বছরে ৩০(ত্রিশ) লক্ষ টাকার বেশি লেনদেন হইলে সেই প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট নিবন্ধন করিয়া লইতে হইবে এবং বছরে ৮০(আশি) লক্ষ টাকার বেশি লেনদেন হইলে ১৫% হারে ভ্যাট প্রদান করিতে হইবে।

অনলাইনে ভ্যাট নিবন্ধন বা  BIN এর জন্য নিচের ধাপগুলো অনুস্বরণ করুন। অনলাইনে নিবন্ধন শুরু করিবার পূর্বে নির্দেশিকা ভাল করিয়া পড়ুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। অনলাইনে আবেদনের জন্য নিচের ধাপগুলো লক্ষ করুন।


ভ্যাট - মূল্য সংযোজন কর- e-BIN অনলাইনে নিবন্ধন পদ্ধতি

১।প্রথমে www.vat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

২।এই খানে নিজের নামে প্রফাইল রেজিস্টার করিবার জন্য Sign-Up করুন। সাইন-আপ হচ্ছে ভ্যাট অনলাইন সিস্টেমের সাথে আপনার পরিচিতি তৈরি করা। অর্থাৎ নিজের নামে একটি একাউন্টি তৈরি করা। এই একাউন্ট দিয়েই ভ্যাট নিবন্ধন, দাখিলপত্র পেশসহ সকল প্রকার কাজ করিতে হইবে। এই খানে আপনি ভ্যাট রেজিস্টার অনলাইন সিস্টেমে প্রবেশের জন্য User ID এবং Password পাইবেন। সাইন-আপের সময় যে বিষয় খেয়াল রাখিতে হইবে তা হইলো, একটি প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহণের জন্য Register as Taxpayer (Headquarter) নির্বাচন করিতে হইবে। প্রতিষ্ঠানের কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় শাখা নিবন্ধন নেয়ার পরই কেবল সেই শাখার কাজ করার জন্য Register as Taxpayer (Branch) নির্বাচন করে সাইন-আপ করিতে হইবে। অপর দিকে যদি ভ্যাট কার্যক্রম পরিচালনার জন্য কোনো স্টাফকে কাজ করার দায়িত্ব প্রদান করা হয় সেই ক্ষেত্রে Register as Taxpayer’s Employee হিসাবে সাইন-আপ করিতে হইবে।


৩।সাইন-আপ ফরমে ডাটা প্রদান করে Check বাটন চাপুন। কোনো ভুল থাকলে নির্দেশনা দিবে সেই মোতাবেক সংশোধন করে Submit বাটন ক্লিক করে Submit করুন।

৪।নিশ্চয়তার একটি ই-মেইল পাইবেন। সেই খানে ভেরিফাই করার জন্য একটি লিংক পাইবেন। ওই লিংকে ক্লিক করে www.vat.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করুন। প্রথম লগইন এর সময় নির্দেশনা অনুযায়ী পাসওয়ার্ড পরিবর্তন করিয়া নিতে হইবে। আপনার পছন্দমত পাসওয়ার্ড সেট করে নিন।

৫।ভ্যাট নিবন্ধনের জন্য Forms হইতে Mushak-2.1 Form সিলেক্ট করুন।

৬।লক্ষ্য করুন, মূসক-২.১ ফরমের প্রথম ঘরে আপনার টিআইএন ও দ্বিতীয় ঘরে টিআইএন সনদে বিদ্যমান আপনার নাম দেখাচ্ছে। এই নামটি আপনার নিজের নাম। এবার মূসক-২.১ ফরমে অন্যান্য তথ্য দিন, প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন এবং ক্রমিক ৩ এর পদ্ধতিতে প্রথমে Check বাটন চাপুন। কোনো ভুল থাকিলে নির্দেশনা অনুসরণ করিয়া সংশোধন করে Submit বাটন ক্লিক করে Submit করুন।

৭।সাবমিট করার পর এক বা দুই দিন সময় নিতে পারে ভেরিফাই করার জন্য। নির্দেশনা অনুসরণ করুন। আপনার নিজের নামে ৯ ডিজিটের একটি Business Identification Number (BIN) সংবলিত মূসক-২.৩ ফরমে একটি সনদ তৈরি হইয়া যাইবে, এইটি আপনার ই-মেইলেও প্রেরন করা হইবে। আপনার নিজের নামে তৈরিকৃত এই Business Identification Number (BIN) টি মাস্টার বিআইএন হিসেবে বিবেচিত হইবে এবং এই বিআইএন এর জন্য আপনাকে কোনো কর প্রদান অথবা দাখিলপত্র পেশ করিতে হইবে না।

৮।এবার আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের নামে একটি বিআইএন গ্রহণের জন্য মূসক-২.২ ফরম পূরণ করিতে হইবে। এই ফরমে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন। এই নামে আপনার নতুন শাখা বিআইএন ও সনদ তৈরি হইবে। এই নামে আপনাকে কর প্রদান করিতে হইবে, হিসাব রাখিতে হইবে এবং দাখিলপত্র পেশ করিতে হইবে।

৯।আপনার যদি একাধিক নামে একাধিক ব্যবসায় থাকে তাহইলে প্রতিটির জন্য একটি করে মূসক-২.২ পূরণ করে একই নিয়মে সেগুলোর জন্য আলাদা বিআইএন তৈরী করে নিন। সবগুলোর জন্যই কর দিতে হইবে এবং দাখিলপত্র পেশ করিতে হইবে।

১০।প্রতিষ্ঠানের ব্রাঞ্চের জন্য আলাদা লোককে ব্যবস্থাপনার দায়িত্ব প্রদানের ক্ষেত্রে Register as Taxpayer (Branch) হিসাবে সাইন-আপ করা একজনকে সে দায়িত্ব দিন। কোনো শাখার জন্য কোনো স্টাফকে কাজ করিবার দায়িত্ব প্রদানের ক্ষেত্রে Register as Taxpayer’s Employee হিসাবে সাইন-আপ করে বিআইএন তৈরী করে নিতে হইবে।

Post a Comment

0 Comments