উকিল নোটিশ পেলে কি করবেন । উকিল নোটিশ পাঠানোর নিয়ম । লিগ্যাল নোটিশ কি ।

উকিল নোটিশ পেলে কি করবেন । উকিল নোটিশ পাঠানোর নিয়ম । লিগ্যাল নোটিশ কি ।

উকিল নোটিশ পেলে কি করবেন ।  উকিল নোটিশ পাঠানোর নিয়ম । লিগ্যাল নোটিশ কি ।
 উকিল নোটিশ পেলে কি করবেন?

 

উকিল নোটিশ পেলে কি করবেন ।  উকিল নোটিশ পাঠানোর নিয়ম । লিগ্যাল নোটিশ কি ।   

উকিল নোটিশ কী?
একজন আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষের কাছে অভিযোগ তুলে ধরা হয় উকিল নোটিশের মাধ্যমে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সাধারণত আইনজীবীর মাধ্যমে বাদী যে নোটিশটি পাঠায় তাকে বলে লিগ্যাল নোটিশ বা উকিল নোটিশ। উকিল নোটিশ মানেই যে মামলাতা নয়উকিল নোটিশ হল মামলা-মোকদ্দমা করিবার পূর্বপ্রস্তুতি নোটিশ।  

কি বিষয়ে উকিল নোটিশ হতে পারে?

পারিবারিক সংক্রান্ত, জমি-জমা থেকে শুরু করে আর্থিক সংক্রান্ত বিষয়ে যে কোনো আইনি বিরোধ থাকলেই উকিল নোটিশ পাঠানো যেতে পারে নোটিশে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় এবং অনুরোধ করা হয় সময়সীমার মধ্যে বিরোধের সমাধান করিতে, না হলে বিবাদী বা আসামির বিরুদ্ধে কোন ধারায় বা কী ধরনের মামলা করিবে তা সতর্ক করে দেওয়া হয়

 
উকিল নোটিশ পেলে যা করতে হবে?
কোনো ব্যক্তি যদি উকিল নোটিশ পেয়ে থাকেন তাহলে অস্থির না হয়ে সমস্যার সমাধান করুন নোটিশ প্রেরকের সঙ্গে যোগাযোগ করুন অন্যথায় আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে উকিল নোটিশটি দেখান এবং আপনার সাথে নোটিশ প্রেরকের আসলে কোনো ধরনের বিরোধ রয়েছে কি না সেটা বুঝিয়ে বলুন সে ক্ষেত্রে আইনজীবী আপনাকে আইনি পরামর্শ দেবেন আর এতে আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হওয়ার আগে ঝামেলা সমাধান করে ফেলতে পারবেন

Post a Comment

0 Comments